Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু


১০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১২

ময়মনসিংহ: ডেঙ্গু জ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফাতেমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের নাজমুল হকের স্ত্রী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গত ৩ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৭ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। ডেঙ্গু রোগে আক্রান্ত ফাতেমার শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রেও সমস্যা ছিল। সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কজেল হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে ও ছয়জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানান হাসপাতালটির উপপরিচালক।

টপ নিউজ ডেঙ্গুতে একজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহে ডেঙ্গু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর