বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০
বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রহিম(৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার পূর্বপাড়া গ্রামের মৃত কুড়ানোর ছেলে।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, আব্দুর রহিম তার মেয়ে জামাইয়ের মোটরসাইকেল নিয়ে মুরগীর খামারের জন্য ঔষধ কিনতে এবং দুধ বিক্রি করতে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড বাজারে যাচ্ছিলেন। এসময় দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী নামে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম।