Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৪

বরিশাল: বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিভাগের বিভিন্ন হাসপাতালে বুধবার (১১ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ৬৬ জন। আর এর আগের দিন সোমবারে ছিল ৬৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ৪১ জনসহ বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন
ডেঙ্গু রোগী। হাসপাতালগুলোতে নতুন ও পুরাতন মিলিয়ে ২১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশালে ডেঙ্গু রোগী কমে আসতে শুরু করেছে। সেপ্টেম্বরের পর এই রোগীর সংখ্যা আরও কমে আসবে মনে করেন তিনি।

ডেঙ্গু বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর