Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মারা গেলেন রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী


১২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮

বান্দরবান: ডেঙ্গু আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২) মারা গেছেন।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী।

তার পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বেবী। রুমার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

আজই বেবীর মরদেহ চট্টগ্রাম থেকে রুমায় তার বাড়িতে নেওয়া হবে বলে জানিয়েছেন তার স্বজন।

ডেঙ্গু রুমা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর