Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আগামীকাল


১২ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৬

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস (সিট-প্ল্যান) বিশবিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যবসায় শিক্ষা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩ জন।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবো না। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলেও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে জানানো হয়েছে।

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর