Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির আলাওল হলে শিক্ষার্থীর কক্ষে ভাঙচুর-লুটপাটের অভিযোগ


১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলাওল হলে এক ছাত্রের কক্ষে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জেরে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী ৫ জনকে অভিযুক্ত করে প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৪৩৮ নম্বর রুমে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. রমজান হোসাইন।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. শাহজাহান, মেরিন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের জাহিন খন্দকার, লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের মো. সূচক, আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ ও হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আবির।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘তার অনুপস্থিতিতে রুমের তালা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। এসময় রুমের কাপড়চোপড়, বইপত্র ও ব্যাগে থাকা ২ হাজার ৫০ টাকা নিয়ে যায় তারা।’

জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী মো. রমজান হোসাইন সারাবাংলাকে বলেন, ‘গতকাল রাতে আমি রুমে না থাকায় অভিযুক্ত ৫ জন আমার রুম ভাঙচুর করে। এসময় টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনার বিচার দাবি করছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আলাওল হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর