ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়েছে। এই পরীক্ষা চলবে বেলা ১১:৩০টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ব্যবসায় শিক্ষা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯,০৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ২৩জন ভর্তিচ্ছু।
পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবো না। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করছেন।