Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের কাউন্সিল স্থগিত: আমানের গ্রামের বাড়িতে হামলা


১৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩

ঢাকা: ছাত্রদলের কাউন্সিল স্থগিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে মামলার বাদী ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের গ্রামের বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বলেশ্বরে এই ছাত্রদল নেতার বাড়িতে হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ৩৫/৪০ জন এ হামলা চালায়। ঘটনার পরপরই খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

হামলার সময় টিপুর সঙ্গে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু, কোতোয়ালী থানা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম রনি, মহানগর ছাত্রদল যুগ্ম আহবায়ক পারভেজ, মহানগর যুবদল মহিউদ্দিন, মহরম আলী, মজুমদার কবির, মহানগর যুবদল আবুল হাসনাত হিরা, তুষার পাল, অপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলাকারী ছাত্রদল নেতারা কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর লোক বলে অভিযোগ উঠেছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু কাউন্সিলের দুদিন আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আদালত থেকে ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আসে। এছাড়া ছাত্রদলের কাউন্সিল আয়োজনে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১০ নেতাকে নোটিশ দেওয়া হয়।

ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বিথি এ আদেশ দেন।

বিজ্ঞাপন

ছাত্রদল কাউন্সিল হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর