Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের কারণে ছাড় নয়, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী বহাল রাখার দাবি


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৯

রংপুর: রংপুর-৩ এর মতো গুরুত্বপূর্ণ আসনটি মহাজোটের কারণে বারবার ছেড়ে দিতে হয়েছে। তবে এবার এই আসনে দল মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে রাখার দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ‘জোটের কারণে এবার আর ছাড় নয়। দীর্ঘদিন পর রংপুর সদরবাসীকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। এই নৌকার পাল তুলতে আমরা সদরবাসী ঐক্যবদ্ধ। আমরা মাঠে নেমে পড়েছি, নৌকার ব্যাপক সাড়া পেয়েছি। তাই জননেত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের নৌকার প্রার্থী যেন বহাল থাকে।’

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সদর উপজেলার পাগলাপীর বাজারে স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে, রংপুর প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ১১টায় ‘সদর আসনের সর্বস্তরের জনগণের’ ব্যানারে এবং বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বক্তারা বলেন, ‘বারবার রংপুরের এই গুরুত্বপূর্ণ আসনটি মহাজোটের কারণে ছেড়ে দিতে হয়েছে। জাতীয় পার্টি দীর্ঘদিন আসনটি ধরে রাখার কারণে আমরা শুরু থেকেই উন্নয়ন থেকে বঞ্চিত। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজুকে উন্নয়নের জন্য বহাল রাখতে হবে।’

পাশাপাশি বেলা ১২টার দিকে রংপুরের পার্ক মোড় এলাকায় রংপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।

বিজ্ঞাপন

এছাড়াও নগরীর প্রবেশদ্বার দমদমা ব্রিজের উত্তর দিকে মহাসড়কে পাশে রংপুর সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে বেলা ১টার দিকে নৌকার প্রার্থী রেজাউল করিম রাজুকে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। এরই মধ্যে এখানে দেশের বড় তিন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার।

জাতীয় পার্টি নৌকার প্রার্থী রংপুর-৩ আসন রংপুর-৩ আসনের উপনির্বাচন

বিজ্ঞাপন

পর্যটক মুখর হচ্ছে সাজেক
১৪ ডিসেম্বর ২০২৪ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর