Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারের লিখিত পরীক্ষায় বাদ পড়াদের এমসিকিউ দিতে হবে না


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে ২০১৭ সালে যারা লিখিত পরীক্ষায় বাদ পড়েছিলেন তাদের নতুন করে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে হবে না।

বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর কাউন্সিলে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, যেসব পরীক্ষার্থী ২০১৭ সালে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু লিখিত পরীক্ষায় বাদ পড়ে যান এ বছর তাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে হবে না। তারা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পদ্ধতিতে নেওয়া পরীক্ষায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নেন। পরদিন (২২ জুলাই) ফলাফল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা ১৪ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০১৮ সালের ৪ জুন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাকে আট হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

অন্তর্ভুক্তি পরীক্ষা এম.সি.কিউ বার কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর