বান্দরবানের রুমায় ৬ জনকে অপহরণের অভিযোগ
১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৩
বান্দরবান: বান্দরবানের রুমায় ছয় জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রুমা উপজেলার সদর ইউনিয়ণের ৯ নং ওয়ার্ডের সামাখাল পাড়ায় এ ঘটনা ঘটে।
তাদের মধ্যে যে পাঁচ জনের নাম পাওয়া গেছে তারা হলেন, ফুঅং মারমার ছেলে বাসিং অং মারমা ( ৩০), পুথোয়াই অং মারমার ছেলে হ্লামং মারমা (৪৯), ক্যাহ্লাউ মারমার ছেলে মংগ্যাই মারমা (৫৮), ঞোথোয়াই মারমার ছেলে চিংথোয়াই মারমা (৫৪) ও ক্যামংসি মারমার ছেলে থোয়াই মারমা (৬২)। তারা সবাই সামাখাল পাড়ার বাসিন্দা।
সামাখাল পাশের নাইতং পাড়াবাসীরা জানান, গতকাল শনিবার কয়েকজন সামাখাল পাড়াবাসীর কাছে চাল এবং তরকারী চায়। বিষয়টি পাড়াবাসীরা স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে জানালে রোববার ছয় জনকে অপহরণ করে। তারা আরেও জানায়, ঘটনার পরপরই সামা খালের পাশে গুলির শব্দ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা তাদের আশপাশেই কোথাও আটকে রেখেছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানান, ঘটনার খবর পেয়েছি। তবে কতটুকু সত্য তা খোঁজ নেওয়া হচ্ছে।