Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগকে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জবি টিএসসির দোকানপাট বন্ধ


১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে টিএসসি হিসেবে পরিচিত জায়গার দোকান থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিবাহিত ও সদ্য সাবেক সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রাসেলের কর্মীরা। এর প্রতিবাদে ধর্মঘট ডেকেছেন দোকানিরা। দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি রদবদলের রাতে জবি ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়। পরদিন মিষ্টি খাওয়ার নাম করে টিএসসিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক ও বিবাহিত সভাপতি তরিকুল ইসলামের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত অছাত্র তরিকুল রিমন, অ্যাকাউন্টিং বিভাগের সপ্তম ব্যাচের (অছাত্র) মাসুম বিল্লাহ, নবম ব্যাচের আলমগীর মুন্সী, বাংলা বিভাগ সপ্তম ব্যাচের (অছাত্র) সাইফ আহমেদ লিখন, ম্যানেজমেন্ট দশম ব্যাচের সামিউল তাছাহাব শিশির এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেলের কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের সপ্তম ব্যাচের (অছাত্র) আব্দুল্লাহ আল মামুন ও ইংরেজি বিভাগ নবম ব্যাচের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী কামরুল ইসলামের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন গিয়ে দোকানদারদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দোকানিরা চাঁদা কম দেওয়ায় এ সময় তাদের কয়েকজনকে হুমকি ও মারধর করেন। টাকা দিতে না চাওয়ায় এক দোকানির পাতিল ছিনিয়ে নিয়ে যান। এরপর তারা ক্যাশ কাউন্টার থেকে প্রায় অর্ধলাখ টাকা নিয়ে যায়।

টিএসসি’র দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা তাদের কর্মীদের মাধ্যমে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিলেন। দোকান বসানোর সময় প্রতি দোকান থেকে ১০ হাজার টাকা করে অগ্রিম (অফেরতযোগ্য) নেওয়া হয়েছিল। গত ১৯ ফেব্রুয়ারি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর এলাকাভিত্তিক বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা যে যার মতো চাঁদাবাজি করে আসছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, রোববার সন্ধ্যায় মাছুম, মামুন, আলমগীর, লিখন, শিশির, কামরুলসহ ১২-১৫ জন টিএসসিতে এসে প্রতি দোকান থেকে ২০ হাজার করে টাকা ও সিঙ্গারা-সমুচার দোকান থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় দোকানিরা এত টাকা দিতে পারবেন না বলে জানালে দোকানদার ইমনকে পাইপ দিয়ে মারধর শুরু করেন চাঁদা নিতে আসা ব্যক্তিরা। তাকে বাঁচাতে এলে আরও দুই দোকানিকে মারধর করেন তারা। এরপর দোকানের ক্যাশ হাতিয়ে সব দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা ও সিগারেটের প্যাক ছিনিয়ে নিয়ে যায়। এক খিচুড়ির দোকানের ক্যাশে টাকা না থাকায় খিচুড়ির পাতিল ছিনতাই করে নিয়ে যান। পাশের বিকাশের দোকান থেকে ক্যাশের পাশাপাশি ৬ হাজার টাকা বিকাশ করে নিয়ে যান।

অনুসন্ধানে জানা যায়, টিএসসিতে কমপক্ষে ৯টি চা দোকান, চারটি খিচুড়ির দোকান, একটি সমুচা-সিঙ্গারার দোকান, একটি শুকনো খাবারের দোকান, একটি শরবতের দোকান ও একটি বিকাশ-ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। ক্যাম্পাস খোলা থাকলে মূল ফটকের পাশেই সকাল থেকেই বসে বেশ কয়েকটি ঝালমুড়ি, চটপটির দোকানসহ হালিমের দোকান। চায়ের দোকান থেকে প্রতিদিন ১৫০ টাকা হিসাবে মাসে ৪০ হাজার পাঁচশ, সমুচা দোকান থেকে প্রতিদিন পাঁচশ টাকা হিসাবে মাসে ১৫ হাজার টাকা, খিচুড়ির দোকান থেকে প্রতিদিন চারশ টাকা হিসাবে ৪৮ হাজার টাকা ও রিচার্জের দোকান থেকে প্রতিদিন একশ টাকা হিসাবে মাসে তিন হাজার টাকা চাঁদা তুলে থাকেন ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া মূল ফটকের সামনের দোকান থেকেও নেওয়া হয় প্রায় ২০ হাজার টাকা। সে হিসেবে প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা তুলে আসছিলেন জবি ছাত্রলীগের নেতারা।

জবি ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি তরিকুল ইসলামকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। এরপর বলেন, ‘টিএসসিতে যারা চাঁদাবাজি করে তারা একসময় আমার কর্মী ছিল। এখন নেই।’

জবি ছাত্রলীগের সাবেক কর্মীদের এমন চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজিতে যারা জড়িত তাদের নাম পেলেই আমরা ব্যবস্থা নেব। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে আমরা প্রশ্রয় দেবো না। প্রশাসনকেও বলব যেন কাউকে ছাড় দেওয়া না হয়।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘র‌্যাব ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে চাঁদাবাজদের একটি তালিকা চাওয়া হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে চাঁদাবাজদের তালিকা তৈরি করছি। খুব শিগগিরই আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘টিএসসিতে চাঁদাবাজির বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। চাঁদাবাজির বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

চাঁদাবাজি ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর