Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুঁজিবাজারে সরকারি কোম্পানির শেয়ার আসবে দ্রুত সময়ের মধ্যে’


১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪১

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে ভালো ভালো সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আসবে। এটা আমি বলতে পারি। এগুলোকে আমরা নিয়ে আসব। পুঁজিবাজারে আনতে হলে সময় দিতে হবে। এগুলোর হালনাগাদ ব্যালেন্সড শিট তৈরি করতে হবে। এটা করতে হলে সময় লাগবে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার জন্য।’

বিজ্ঞাপন

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সমতবিনিময়’ সভা শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সকাল ১১টায় শুরু হয়ে সভা চলে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন- পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীকে ৪ প্রস্তাব মির্জ্জা আজিজের

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমত, বিদ্যমান যেসব সরকারি কোম্পানি আছে, সেগুলোকে পুঁজিবাজারে আনা হবে। দ্বিতীয়ত, সরকারি যেসব নতুন কোম্পানি হচ্ছে, সেগুলোকে প্রতিষ্ঠার সময়ই শর্ত দিয়ে দিয়েছি যে তাদের  পুঁজিবাজারে আসতে হবে।’

সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২০০৫ সালেই। আমলাদের প্রতিবন্ধকতায় সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করা যায়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মুস্তফা কামাল বলেন, ‘অতীত টানলে আরও অতীত টানা যাবে। অতীতের জবাব আমরা দিতে পারব না। খুব কাছের সময় থেকে শুরু করলে আমরা জবাব দিতে পারব। যেগুলো নতুন হচ্ছে, সেগুলোকে হওয়ার সময়ই শর্ত দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চিত থাকেন, এগুলো পুঁজিবাজারে আসবে। হয়তো একটু সময় বেশি লাগবে।’

বিজ্ঞাপন

এসময় তিনি আরও বলেন, ‘কোম্পানির প্রাইসিং যেন যথাযথ হয়, সেই কাজটিও আমরা করব। ওভারপ্রাইসড হয়ে গেলে বাজারে শেয়ারের দাম কমে যায়। সেই পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য বিশেষ কমিটি তৈরি করে দিয়েছি।’

আরও পড়ুন- পুঁজিবাজারে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর

এই বিশেষ কমিটির কর্মপরিধি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘কমিটির কাজ হবে সারাবছর পর্যবেক্ষণ করা। যেসব তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে রযেছে সেগুলো উৎপাদনে আছে কি না, নাকি বন্ধ হয়ে গেছে, প্রতিষ্ঠানর স্বাস্থ্য কতটুকু ভালো— এসব বিষয় তারা দেখবে।’

পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া আর কোনো চিন্তা নেই বলে বৈঠকে উপস্থিত অংশীজনরা ঐকমত্য প্রকাশ করেছেন বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নের জন্য সরকার যেটুকু সহায়ক ভূমিকা রাখতে পারে, সরকারের বিভিন্ন অর্গান, বিভাগ, প্রতিষ্ঠান— সবাই আমরা সহায়তা অব্যাহত রাখব।’

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার পুঁজিবাজারে তালিকাভুক্ত পুঁজিবাজারে সরকারি কোম্পানি সরকারি কোম্পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর