Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার, দুই পাচারকারী আটক


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৩

বাগেরহাট: সুন্দরবন থেকে পাচারকালে ১৬ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। এসময় আটক করা হয় দুই পাচারকারীকে। তারা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদার (৩৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী টহলফাঁড়ির পাজড়াফুটা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে আটককৃতদের পাঠানো হয় বাগেরহাট আদালতে।

বিজ্ঞাপন

শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে তিনি বনরক্ষীদের নিয়ে ওইদিন বিকেল থেকে বনের চরখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত ৯টার দিকে পাজড়াফুটা খালে একটি ডিঙি নৌকায় দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে নৌকাটি জব্দ করা হয়। এ সময় নৌকা তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে তক্ষকটি পাওয়া যায়।

পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, তক্ষকটি লেজসহ ১৬ ইঞ্চি লম্বা। এ ব্যাপারে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে দুই পাচারকারীকে আজ মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

তক্ষক উদ্ধার পাচারকারী আটক সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর