Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৩ আসনে উপনির্বাচন: তরুণদের পাশে চান সাদ এরশাদ


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৫

রংপুর: রংপুর-৩ আসনের উপনির্বাচনে তরুণদের পাশে চান বলে জানিয়েছেন সাদ এরশাদ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সাদ বলেন, আমি চাই তরুণরা সবাই এক সঙ্গে কাজ করুক। সিনিয়রদের কথা মেনে এগিয়ে যাক। আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন আমাকে সাহায্য করে। আমিও তাদের সাহায্য করব।

জয়ের বিষয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ আমি জয়লাভ করব। এটা আমার আব্বার সিট, আমি চেষ্টা করব সবাইকে খুশি রাখতে। আমি এসেছি রংপুরবাসীর জন্য, বাংলাদেশের জন্য।

এর আগে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনের জন্য ৫ অক্টোবর তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এরশাদপুত্র সাদ এরশাদকে। আওয়ামী লীগ প্রার্থী সরে দাঁড়ানোয় এই আসনে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে মহাজোট হিসেবেই নির্বাচন করবে সংসদের ক্ষমতাসীন ও বিরোধী দল। আর এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশের (এনপিপিবি) চেয়ারম্যান রিটা রহমানকে। এই দু’জনের মধ্যেই এখন এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়া এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।

আরও পড়ুন:
এরশাদের আসনে উপনির্বাচন ৫ অক্টোবর

উপনির্বাচন জাতীয় পার্টি জাতীয় পার্টি (জাপা) জাপা টপ নিউজ রংপুর-৩ আসন হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

খাসজমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২

জানুয়ারিতে সড়কে ৬৭৭ জনের প্রাণহানি
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

আরো

সম্পর্কিত খবর