ইসরাইলে নেতানিয়াহু বিপাকে
১৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৬
ইসরাইলের সাধারণ নির্বাচনের আংশিক ভোট গণনা হয়েছে। আর এতে দেখা গেছে বর্তমান সরকার দলের সঙ্গে সমানে সমান রয়েছে প্রতিপক্ষ বেনি গান্টজের দল। খবর বিবিসি।
এ পর্যন্ত ৬০ শতাংশ ভোট গণনা হয়েছে বলে জানায় বিবিসি। আর এতে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা নেই কোনো দলেরই।
মঙ্গলবারের নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে ডানপন্থী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ৩১টি আসন জিতেছে। আর মধ্যপন্থী বেনি গেন্টজ এর ব্লু এন্ড হোয়াইট জয় পেয়েছে ৩২টি আসনে। ইসরাইলে সরকার গঠন করতে হলে ১২০ সংসদীয় আসনের মধ্যে কমপক্ষে ৬১ টি আসনে জয় পেতে হয়।
তবে ইসরাইলের ইতিহাসে কখনও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবসময়ই জোট গঠনের মাধ্যমে সরকার গঠন করেছে দলগুলো।
বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ডানপন্থী দলগুলো নিয়ে জোট করে টানা পঞ্চমবারের মত ক্ষমতায় আছেন।
ইসরাইলে পাঁচ মাসের মাথায় ফের সাধারণ নির্বাচন হয়েছে। গত এপ্রিলের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করতে ব্যর্থ হয় দলগুলো।