শাহজালালে দেড় কোটি টাকার অবৈধ মালামাল আটক
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৮
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মোবাইল, ল্যাপটপ, সোনা ও শাড়ি আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবৈধ মালামালগুলো আটক করা হয় বলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে গতকাল মধ্যরাতে কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট কেইউ২৮৩ যোগে আসা যাত্রী সাইফুল ইসলাম, মো. সুমন ও রাসেল হোসেনকে চ্যালেঞ্জ করে। পরে তাদের তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের ৩০০টি মোবাইল ও ২৫টি ল্যাপটপ পাওয়া যায়।
সাজ্জাদ আরও জানান, এদিকে বুধবার সকাল ও দুপুরে আরও কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে ২০টি মোবাইল, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০টি শাড়ি আটক করা হয়েছে।
আটককৃত পণ্যের আনুমানিক দাম প্রায় দেড় কোটি বলে জানান সাজ্জাদ। এছাড়া আটক পণ্য ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।