Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


১৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব ও কুড়িগ্রামের সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

সারাবাংলার ভৈরব প্রতিনিধি জানান, দুপুরে উপজেলার গাজিরটেকে সিএনজিচালিত আটোরিক্সার সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২ যাত্রী মারা গেছে। নিহতরা হলো- ভৈরব শহরের পলতাকান্দা গ্রামের লিটন মিয়া (৪৫) ও নেত্রকোণা জেলার চানকোণা কলমাকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সজীব মিয়া (১০)।

বিজ্ঞাপন

এসময় সিএনজি অটোরিক্সার চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলো- মৃত লিটন মিয়ার ছেলে জয় (১২) ও নিহত সজীবের বাবা বাচ্চু মিয়া, সাদ্দাম (৪২) ও মানিক মিয়া (৪৬)। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করছেন।

এদিকে, কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খায়রুল ইসলাম লালমিয়া (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম-রংপুর সড়কের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, নিহত খায়রুল ইসলাম লালমিয়া কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। দুপুরের দিকে আরডিআরএস বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম ভৈরব সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর