Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি কে শামীমের বিরুদ্ধে ৩ মামলা


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩২

ফাইল ছবি

ঢাকা: যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে মামলাগুলো হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

ওসি আরও বলেন, ‘দায়ের হওয়া তিন মামলায় জি কে শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গুলশান নিকেতনের অফিস থেকে জি কে শামীমকে আটক করে র‌্যাব-১। এ সময় সেখান থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি শামীমের সাতজন দেহরক্ষীকে আটক করা হয়। এছাড়া তাদের অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়।

শনিবার বিকেলে জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপরই পুলিশ মামলার প্রস্তুতি নেয়।

জি কে শামীমসহ মামলায় আরও সাতজনকে আসামি করা হয়েছে। এরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো.জাহিদুল ইসলাম, মো.শহীদুল ইসলাম, মো.কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আনিছুল ইসলাম।

জি কে শামীমসহ এই আটজনকে অস্ত্র মামলায় আসামি করা হয়েছে। আর মানি লন্ডারিং ও মাদক মামলায় শুধু শামীমকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

শামীমের অফিসেই ১৬৫ কোটি টাকার এফডিআর!
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেফতার: র‌্যাব
জি কে শামীম যুবলীগের কেউ নয়: ওমর ফারুক
‘নারায়ণগঞ্জ আ.লীগ কমিটিতেও নেই জি কে শামীম’

অপরাধ জি কে শামীম মামলা যুবলীগ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর