Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির ৪ শিক্ষার্থীকে মারধর, শাস্তির দাবিতে বিক্ষোভ


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি: অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় কয়েকজন। এর প্রতিবাদে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিশ্বাবিদ্যালয়ে পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শোভন ও লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের নাইমুল ইসলাম নাঈম আহত হন।

বিজ্ঞাপন

ওই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব আল কোরাইশ। পরে এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মতিহার থানা পুলিশ। গ্রেফতার ওই তিনজন হলেন- রবি, সিরাজুল ও উষা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যপক ড. লুৎফর রহমান বলেন, ‘অপরাধীদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মতিহার থানা পুলিশকে বলা হয়েছে।’

মারধর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর