গুলিস্তানে হামলাকারীরা নব্য জেএমবির সদস্য: সিটিটিসি প্রধান
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪০
ঢাকা: চলতি বছরের ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদ উদ্দিন রুমি ও মিশুক খান মিজান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব তথ্য জানান।
গুলিস্তানে পুলিশের ওপর হামলায় নব্য জেএমবির ২ সদস্য গ্রেফতার
গতকাল ২৩ সেপ্টেম্বর, সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নব্য জেএমবির ওই দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘গুলিস্তানে পুলিশকে টার্গেট করে আইইডি হামলা করে জঙ্গিরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত। সম্প্রতি ঢাকায় যে সমস্ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে ঘটনায় যে ধরনের বিস্ফোরকদ্রব্য, আইইডি ও আলামত পাওয়া গিয়েছে তার সঙ্গে এখানে পাওয়া বিস্ফোরক দ্রব্য, আইইডি ও আলামতের মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার কথা স্বীকারও করেছে।’
এই সেলের সদস্যদের একজন আমির রয়েছে, তিনি বাংলাদেশেই আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘হামলার ঘটনা ঘটিয়ে তারা আমিরের কাছে তথ্য দেয়। এদের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা আমরা পাইনি।’
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ফরিদ উদ্দিন রুমি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক এবং মিজান নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট-এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র বলে জানান তিনি।
আরও পড়ুন: গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ৩