Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ মাদ্রাসাছাত্রের মৃত্যু


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৬

ঢাকা: রাজধানীর দক্ষিন যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল ইসলাম পলক (১২) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবা পলাশ হোসেন জানান, পলক স্থানীয় ইকরা ক্যাডেট মাদ্রাসার ৪র্থ শ্রেণিতে পড়তো। দুপুরে মাদ্রাসা থেকে বাসায় আসার পর তাদের বাড়ির পাশের টিনসেড চালার উপরে উঠে। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পলক কুমিল্লা জেলার লৌহজং উপজেলার মানিলংকর গ্রামের পলাশ হোসেনের ছেলে। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। দুই ভাইয়ের মধ্যে বড় পলক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যুৎস্পৃষ্ট যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর