Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিয়াস আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১০

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুনের মা মারা গেছেন। এ জন্য তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে। অর্থপাচারসহ কয়েকটি মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এ আবেদনটি করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি।

প্যারোল আবেদনে বলা হয়, গিয়াসউদ্দিন আল মামুনের মা মিসেস হালিমা খাতুন বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এর আগে গত ১০ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ২০০৭ সালের ৩১ জানুয়ারি মামুন যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে থাকলেও তার বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু থাকায় তার জামিন কার্যকর হয়নি। তাই মা কে শেষ দেখা দেখতে এবং তার জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে গিয়াসউদ্দিন আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

গিয়াস আল মামুন টপ নিউজ প্যারোলে মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর