Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৬টি সোনার বারসহ বিভিন্ন পণ্য আটক


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪১

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ এক যাত্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) রাতে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা জানতে পারে বিমানে আগত এক যাত্রীর মাধ্যমে সোনা চোরাচালান হবে। যার জন্য শুল্ক গোয়েন্দারা ওই ফ্লাইটের যাত্রীদের দিকে নজর রাখে। এক পর্যায়ে আব্দুল মজিদ নামে এক যাত্রীকে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়। ওই যাত্রী সোনা থাকার কথা অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়। এতে কোনো কিছু না পেয়ে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নিলে তার দেহে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায়।

শহিদুল ইসলাম আরও জানান, এক পর্যায়ে ওই ব্যক্তি সোনা থাকার কথা স্বীকার করে। এরপর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার রেকটাম (পায়ু) থেকে ৬টি সোনার বার (৬৯৮ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ১৫ কেজি গুঁড়োদুধ, ১০ কেজি কসমেটিক্স আটক করা হয়। উদ্ধার করা সোনা ও পণ্যগুলোর আনুমানিক দাম ৪০ লাখ টাকা। আটককৃত সোনা ও পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক কসমেটিকস মোবাইল ফোন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর