এয়ার কন্ডিশনার লাগানোর সময় ভবন থেকে পড়ে মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৬
ঢাকা: রাজধানীর গুলশানে নিকেতন এলাকায় এয়ার কন্ডিশনার লাগানোর সময় দোতলা থেকে পড়ে মোস্তাকিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।
মোস্তাকিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আওলাদ হোসেনের ছেলে। শনির আখড়া শেখ এলাকায় দুলাভাই মারুফ হোসেনের বাসায় থাকতেন মোস্তাকিন।
মোস্তাকিনের বোন জামাই মারুফ জানান, তিনি নিজে ওয়ারী এলাকায় অলিম্পিয়া নামে একটি দোকানে চাকরি নেন। মোস্তাকিন তার সঙ্গে সেখানে কাজ শিখছিল। বুধবার নিকেতনের একটি অফিসের দ্বিতীয় তলায় বাইরের দিকে এয়ার কন্ডিশনার লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন মোস্তাকিন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।