Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় ভারতকে ৫০০ টন ইলিশের শুভেচ্ছা


২৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৬

খুশি আড়তদার ও মাছ ব্যবসায়ীরাও

ঢাকা: দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, পূজা উপলক্ষে এক ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে ইলিশ আমদানির অনুমতি দিতে অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।

ইলিশের বিপরীতে বাংলাদেশকে নির্ধারিত শুভেচ্ছামূল্য পরিশোধ করবে ভারত। তবে এর উদ্দেশ্য রফতানি বাণিজ্য নয়।

ইলিশ রফতানি অনুমতির মেয়াদ এক বছর। চাইলে ৫০০ মেট্রিন টন ইলিশ একবারে কিংবা পুরো বছরজুড়ে ভারতে পাঠানো যাবে।

ইলিশ ইলিশ রফতানি পূজা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর