Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মাসে উবারের ক্ষতি ৫শ কোটি ডলার


২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৭

অ্যাপভিত্তিক পরিবহন সেবা প্রতিষ্ঠান উবার জুনের শেষ নাগাদ ত্রৈমাসিক হিসেবে ৫শ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখোমুখি হয়েছে। চলতি বছরের মে মাসে উবারের শেয়ারের দরপতন হয়েছে প্রায় ৩০ ভাগ। এছাড়া উবার ব্যবসায়িক ক্ষেত্রে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কর্মীর শ্রেণিবিভাগ নিয়েও রয়েছে আইনি ঝামেলা।

তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে উবার সিইও ডারা কুওরাশোয়ির দাবি কোম্পানিটি এখনো স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা মনে করি স্বাধীনভাবে কাজের ধারাও বদলাতে পারে। কর্মীদের স্বাস্থ্যসেবার সুযোগ থাকতে পারে। তাদের নূন্যতম আয়ের নিশ্চয়তা থাকা উচিত।

কিন্তু বাস্তবতা হচ্ছে, জুলাই মাসে উবার ৪শ কর্মীকে চাকরিচ্যুত করেছে মার্কেটিং বিভাগ থেকে। এর আগের মাসে পণ্য ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ছাঁটাই করা হয় ৪৩৫ জনকে। এছাড়া, ইলেকট্রিক বাইক ও স্কুটারের কার্যক্রম ঘুচিয়েছে কোম্পানিটি।

এ সত্ত্বেও সিইও ডারা কুওরাশোয়ির জানান, উবারে বিজনেস মডেল দীর্ঘমেয়াদি সংগঠিত। পরিবহন, খাদ্যসহ বিভিন্ন খাতে উবারের বৈশ্বিক ব্যবসা শতকরা ৩০ ভাগ হারে বাড়ছে। বিনিয়োগকারীরা কোম্পানিটিতে বিনিয়োগের আগ্রহ পাচ্ছেন।

উবার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর