Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল কম দেওয়ার রমনা পেট্রোল পাম্পের ১ লাখ টাকা জরিমানা


২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় রমনা পেট্রোল পাম্পে প্রতি লিটার তেলে ১০ মিলিলিটার তেল কম দেওয়ার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান চালায় বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল ইসলাম।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আমিমুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রমনা পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। অভিযানের সময় তেলের মিটার চেক করা হয়। এক লিটার তেল নিয়ে তা অন্য পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হয়। সেখানে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে ১০ মিলিলিটার তেল অর্থাৎ এক লিটার জ্বালানির ১০ ভাগের এক ভাগ জ্বালানি কম দেওয়া হয়। এই কারচুপি এমনভাবে করা হয়েছে যা সাধারণ ক্রেতারা সহজে অনুমান করতে পারে না। এটা অন্যায়, তাই রমনা পেট্রোল পাম্পের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। ওনাদের মিটার ঠিক করতে বলা হয়েছে। ওনারা কথা দিয়েছেন তারা মিটার ঠিক করবেন।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তীতে আমরা আবারও পরীক্ষা করার জন্য অভিযান চালাবো। মিটার সঠিক পাওয়া না গেলে তখন আমরা ব্যবস্থা নেবো।’

ম্যাজিস্ট্রেট আরও জানান, এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে বিএসটিআই থেকে একটি প্রেস রিলিজ পাঠানো হবে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো প্রেস রিলিজ না পেয়ে বিএসটিআইয়ের কর্মকর্তা রিয়াজুল হককে ফোন করা হলে তিনি সম্পাদক মইনুদ্দিন নয়নের কাছে ফোন করতে বলেন। তাকে ফোন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

এ ব্যাপারে উপস্থিত পাম্পের কর্মচারী ও ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হয়নি।

অভিযান টপ নিউজ পেট্রোল রমনা পেট্রোল পাম্প