Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের ফাইনালে সেই ভারতকেই পেল বাংলাদেশ


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাফ বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম ভারত। প্রতিবেশী এই দেশের বাধা পেরোলেই যেন ধরা দিবে সূর্যের আলো। দক্ষিণ এশিয়ায় এই যুব বা কিশোর টুর্নামেন্টে নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা বা মালদ্বীপ যেন গোলবন্যার এক বড় খনি লাল-সবুজদের জন্য। তাই সিংহভাগ টুর্নামেন্টে শক্তি-সামর্থের শ্রেষ্ঠত্বের লড়াইটা হয় বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে। এটাই সাফের তথাকথিত সবচেয়ে বড় রাইভাল ম্যাচ হয়ে দাঁড়ায়।

এবারও ভুটানকে উড়িয়ে দিয়ে নেপালে চলতি সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখা বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের যুবারা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকালে প্রথম সেমি ফাইনালে ভুটানকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে আরাফাম-ফাহিমরা। বাংলাদেশের অপেক্ষাটা ছিলো আরেক ফাইনালিস্ট জানার। অনুমেয়ভাবে ভারতই ফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপকে তারা উড়িয়ে দিয়েছে একই ব্যবধানে (৪-০)।

তাই আরেকবার সাফের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে ভারত-বাংলাদেশ ম্যাচের মধ্য দিয়ে। এই টুর্নামেন্টে অবশ্য গ্রুপ পর্বের ম্যাচে কেউ কারও জালে বল জড়াতে পারেনি। পরে পয়েন্ট টেবিলে একই ব্যবধান হওয়ায় লটারিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছিল ভারত। অন্যদিকে গ্রুপ রানার্স আপ হয়ে ভুটানকে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে আরাফাত-ফাহিমরা।

এই একই টুর্নামেন্টে ২০১৭ সালে তিন গোলে পিছিয়ে থেকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। সঙ্গে সাফের অনূর্ধ্ব-১৫তেও ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল মেহেদীরা। সেই ফাইনালে পাকিস্তান বধ করে শিরোপাও ঘরে নিয়ে এসেছিল বাংলাদেশ। এবার আরও একটি শিরোপার হাতছানি লাল-সবুজের সামনে। নিকট অতীতে ভারতকে হারানোর সুখস্মৃতি অবশ্যই বাড়তি অনুপ্রেরণা দিবে দেশের ফুটবলারদের।

গত দুই আসরেও জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম আসরে ভুটানকে ২-১ গোলে এবং ২০১৭ সালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। প্রথম আসরে বাংলাদেশ তৃতীয় হয়েছিল আর পরের আসরে ফাইনালে নেপালের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দলটি। এবার তৃতীয়বারের মতো সাফের এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। এবারও ফাইনালের মঞ্চে বাংলাদেশের যুবারা।

আগামী ২৯ সেপ্টেম্বর (রবিবার) দুপুর আড়াইটায় বাংলাদেশের যুবরা মুখোমুখি হবে ভারতের। আরেকটি শিরোপার হাতছানি।

আরও পড়ুন: ভারতকে রুখে দিয়ে সেমিতে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর