Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগে মিনিবাস চাপায় নিহত এক


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর তুরাগ কামাড়পাড়ায় মিনি বাস চাপায় শফি উদ্দিন মুন্সি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শফির বোন জামাই মো. লিটন জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। শফির বাবার নাম মৃত সানোয়ার উদ্দিন মুন্সি। তিনি পরিবার নিয়ে থাকতেন দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়।

লিটন আরও জানান, শফিউদ্দিন হামিম গ্রুপে ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করতেন। বিকালে ডিউটি ছিলো তার, দুপুরে বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে কামারপাড়া বাস স্ট্যান্ডে যাওয়ার পথে মিনিবাস চাপায় আহত হন শফি। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাস চাপায় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর