‘দুর্নীতি নির্মূলের মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে’
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৬
সাভার (আশুলিয়া): বিশ্বের সকল রাষ্ট্রে উন্নয়নের মূলমন্ত্র হলো দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। রাষ্ট্রের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি নির্মূলের মধ্যে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার নবীনগর কুরগাঁও ও চারাবাগ এলাকায় এক কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে দুটি রাস্তা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সঙ্গে দুর্নীতি মোকাবেলার পদক্ষেপ নিয়েছেন। দেশের সকল মানুষ তাকে স্বাগত জানিয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে দেশে কোন সন্ত্রাস-জঙ্গিবাদ নেই। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।’
রাস্তা দুটি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবরসহ অন্যান্যরা।