Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে রোলারকোস্টার দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮

মেক্সিকোর লা ফেরিয়া চাপুলটিপেক বিনোদন পার্কে রোলারকোস্টার ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

রোজাবেলা রদ্রিগেজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। কয়েকবার ঠিকভাবে পরিভ্রমণের পর সবার শেষের বগিটি আচমকা খুলে পড়ে যায়।

এই ঘটনায় পার্কটি আপতঃত বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

নাগরিক নিরাপত্তা সংস্থার কর্মকর্তা মিরিয়াম উজরা বলেন, বিষয়টি এখন আইনপ্রয়োগকারী সংস্থার হাতে। তারাই পুরো বিষয়টি দেখবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জনসমক্ষে প্রকাশ করা হবে ও দোষীদের শাস্তি দেওয়া হবে।

মেক্সিকো রোলারকোস্টার