Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে সড়ক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৬

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাসের চাকা ফেটে মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন ৩৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইয়াংজিং শহরের পাবলিক সিকিউরিটি ব্যুরো জানায়, বাসটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বাসের সামনের বা পাশের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারায় ও অন্য একটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, বাকিরা স্থিতিশীল রয়েছেন। দুর্ঘটনার আট ঘণ্টা পর চেংচাং-সেনঝেন এক্সপ্রেসওয়ে পুনরায় চালু করে দেওয়া হয়েছে।

চীনে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়ে। দুর্ঘটনার প্রায় ৯০ শতাংশই ঘটে ট্রাফিক আইন না মানার কারণে।

চীন সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর