Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিন-আরিফ-মামুনরা বেঞ্চে, জেমির চোখ একাদশে


৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:০০

ঢাকা: ২০১৬ সালের ১০ অক্টোবর। এমনই একটা দিনে ভুটানের কাছে হেরে নির্বাসনে গিয়েছিল বাংলাদেশের ফুটবল। কবর থেকে নতুন একটা ফুটবল দলের জন্ম হয়েছে। সে দলটা তাক না লাগালেও নিজেদের উন্নতির গ্রাফটা দেখাচ্ছে। আজ সেই তিন বছর পর ভুটানকে নিজেদের মাটিতে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। একেবারে একপেশে ম্যাচ বহুদিন পর দেখলো দেশের ফুটবল সমর্থকরা।

সামনের মাসের তিন তারিখ আরেকটা ম্যাচ আছে ভুটানের সঙ্গে। মূলত বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইপর্বে আসন্ন কাতার ও ভারত ম্যাচের প্রস্তুতি হলো ভুটান ম্যাচ। এমন ম্যাচে পুরো ম্যাচ জুড়ে মাত্র দুটি বদলি অনেকের চোখের ধাঁধা তৈরি করেছে।

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে কেন মাত্র দুটি বদলি?

যেখানে মতিন মিয়া ও আরিফুর রহমানের মতো দ্রুত গতির ফুটবলাররা জায়গা করে নিতে পারেনি কোচ জেমি ডে’র একাদশে। বেঞ্চ গরম করেই কাটিয়ে দিতে হয়েছে পুরো ম্যাচ। আসলে কোন চিন্তা থেকে জেমি এই সিদ্ধান্ত নিয়েছেন জানালেন নিজেই, ‘আমার ফোকাস করতে হচ্ছে কাদের নিয়ে একাদশ সাজাবো। আরিফ-মতিনদের পরের ম্যাচে সুযোগ দেওয়া হবে।’

পরের ম্যাচ ৩ অক্টোবর ভুটানের সঙ্গেই। সেই ম্যাচে দলের কৌশল, ফরম্যাশন ও বদলির ধরনটাও পাল্টাবে বলে আভাস জেমির। তবে আপাতত প্রথম ম্যাচের খেলায় সন্তুষ্ট কোচ, ‘আমি খেলোয়াড়দের খেলায় সন্তুষ্ট। সবাই দারুণ ছন্দে আছে। গোলের সুযোগ তৈরি করছে। মাঝমাঠে ভালো খেলছে। রক্ষণে ইয়াসিনের প্রথম ম্যাচটা দুর্দান্ত খেলেছে। বাদশার অনুপস্থিতিতি বুঝতেই দেয়নি সে। কাতারের সঙ্গে ম্যাচে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে।’

এদিকে ইনফেকশনের কারণে দলের রক্ষণ দুর্গ টুটুল হোসেন বাদশা ছিটকে গেছেন। তবে, কাতার ম্যাচের আগেই দলের ক্যাম্পে যুক্ত হয়ে প্রস্তুতি নেয়ার আশ্বাস জেমির, ‘বাদশা ফিরতে পারে ৭ দিনের মধ্যে। ইনফেকশন হয়েছে, কাতারের ম্যাচে ফিরতে পারে।’

বিজ্ঞাপন

মতিন-আরিফ ছাড়াও দলের বেঞ্চে সময় কাটাচ্ছেন মামুনুল ইসলাম মামুন, সুশান্ত ত্রিপুরা, তৌহিদুল আলম সবুজ, জুয়েল রানা, মঞ্জুরুর রহমান মানিক, জিকো, সোহেলের মতো ফুটবলাররা। আগামী ম্যাচে এতোগুলো খেলোয়াড়ের মধ্যে মাত্র চারজনকেই পারবেন দলে সুযোগ দিতে। একাদশ সাজানোসহ চূড়ান্ত দল গঠনের জন্য এই ম্যাচটাকেই মোক্ষম হিসেবে দেখছেন জেমি।

একাদশ জেমি ফুটবল

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর