Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার পিস্তলে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্স করা পিস্তলে তার ছেলে সাদিক আত্মহত্যা করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে আজিমপুর সরকারি কোয়ার্টারের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন সারাবাংলাকে জানান, সকালে সাদিক তার বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করে। সে রাজধানীর সিটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সারাবাংলাকে জানান, গতকাল বিকেলে বড় ছেলে সাদিককে বাসায় রেখে পরিবারের অন্যরা বাইরে যান। ফেরার পর সবাই একসাথে রাতের খাবার খান। সকালে গুলির শব্দে সবার ঘুম ভাঙে। এসময় সাদিক নিজের ঘরে ছিল। পরে দরজা ভেঙে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

আশরাফুল আরও জানান, পিস্তলটি সাজ্জাদুর রহমানের নামে (ব্যক্তিগত) লাইসেন্স করা। যেটি তার শোবার ঘরের ড্রয়ারে ছিল।পরিবারের সবার ধারণা গতকাল যখন তারা বাইরে ছিল তখন সাদিক এটি নিজের কাছে নিয়ে যায়।

সাদিকের স্বজনরা জানান, বেশ কিছুদিন যাবত সে বিষণ্নতায় ভুগছিল। নানা সময় পড়ালেখায় ভালো করতে না পরায় হতাশাও প্রকাশ করতো। এসএসসিতে ‘এ’ প্লাসের জায়গায় ‘এ’ পাওয়ার পর থেকেই মূলত তার হতাশা শুরু হয়। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না , বাবা মার ইচ্ছা পূরণ হবে না -এমন দুশ্চিন্তাও করত সাদিক।

বেলা তিনটায় রাজারবাগে জানাজা শেষে মরদেহ ঝিনাইদহে দাফনের জন্য নেওয়া হবে ।

আত্মহত্যা পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর