Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ: আইএসের দায় স্বীকার


১ অক্টোবর ২০১৯ ০২:২২

ঢাকা: খুলনা মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার কার্যালয়ে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কেউ হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, আইএস এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স ((মার্কিন বেসরকারি সংস্থা যারা জঙ্গি কর্মকাণ্ড প্রকাশ করে থাকে) সোমবার (১ অক্টোবর) জানিয়েছে।

বিজ্ঞাপন

সাইট ইন্টেলিজেন্স এর রিতা কাটজ সোমবার (১ অক্টোবর) রাতে তার অফিসিয়াল টুইটার একাউন্টে বলেন, ‘দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।’

স্থানীয়রা জানান, থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানার শিরোমনি কার্যালয়ে অবস্থান করছিলেন। থানা আওয়ামী লীগের সভাপতি মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময় পর কার্যালয়ের মধ্যে হঠৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন জানান, তিনি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পর বোমা বিস্ফোরণের খবর পান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, শিরোমনি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যায় বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়। তখন দলীয় কার্যালয়ে কেউ ছিলেন না। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে কার্যালয়ের চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আইএস আওয়ামী লীগ কার্যালয় খুলনা আওয়ামী লীগের কার্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর