Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে প্রশ্নফাঁসের অভিযোগে যুবকের কারাদণ্ড


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাবুল হোসেন (২৫) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাবুল উপজেলার বাঁশতৈল সোনালিয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফয়সাল হোসেন জানান, রোববার ছিল এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে বাবুল কেন্দ্রের বাইরে ছাত্র-ছাত্রীদের কাছে প্রশ্ন বিতরণ করছিল। এ সময় প্রশ্নসহ বাবুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রশ্ন পেয়েছে।

এ ব্যাপারে বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব জাকির হোসেন জানান, পুলিশ প্রশ্নসহ যুবককে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে। পরে আদালত তাকে প্রশ্নফাঁসের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন বলেন, আটক যুবককে ১৯৮০/৯ (খ) ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর