Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় ফারহানাজের মৃত্যু: স্বীকারোক্তিমূলক জবানবন্দি চালকের


১ অক্টোবর ২০১৯ ২৩:০২ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ২৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহাখালীতে বাসের চাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফারহানাজের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের চালক শামীম ছৈয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে চালক শামীম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।

আরও পড়ুন- অফিস যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ফারহানাজের

এরপর আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৮ সেপ্টেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগের দিন (২৭ সেপ্টেম্বর) মহাখালী বাসস্ট্যান্ড থেকে শামীম ছৈয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ৫ সেপ্টেম্বর অফিসে যাওয়ার জন্য ফারহানাজের স্বামী তাকে মহাখালী আমতলী ফ্লাইওভারের পশ্চিম পাশে নামিয়ে দিয়ে যান। ফারহানাজ রাস্তা পারাপারের জন্য ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের একটি বাস দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে ফারহানাজকে ধাক্কা দেয়। পরে ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-

সড়কে গেলো প্রাণ, মায়ের দুধের জন্য রাতভর কাঁদে ইসরা

১২ দিনেও আটক হননি বাসচালক, মা হারা মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় বাবা

ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস ফারহানাজ বাসচাপা বাসচাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর