Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ঢাকায় চিকিৎসাধীন ৫২৪, ঢাকার বাইরে ৯৩৬ জন


২ অক্টোবর ২০১৯ ১৮:০৬

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১০২ জন ও ঢাকার বাইরে ২৩৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২৪ জন রোগী। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৩৬ জন।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর ) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ সব তথ্য জানান।

তিনি জানান, এ বছরের ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৮ হাজার ৬৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৯৬৪ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ২৯ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ১৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ১ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন ও খুলনা বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩১ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৩৬ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৮১ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বিজ্ঞাপন

ডেঙ্গু ঢাকার হাসপাতাল হাসপাতাল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর