রাজধানীতে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রীর মৃত্যু
২ অক্টোবর ২০১৯ ২২:৪১
ঢাকা: রাজধানীর রমনা অফিসার্স ক্লাবের পাশের একটি ভবন থেকে পড়ে আব্দুস সালাম (২২) নামে এক এয়ার কন্ডিশনার মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত সালাম পাবনা জেলার আমিনপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আবু বকরের ছেলে। তিনি মেরুল বাড্ডা পাওয়ার হাউজের পাশে এক বাসায় ভাড়া থাকতেন।
মৃতের সহকর্মী মো. নাসির উদ্দিন জানান, তারা মিন্টু রোডে অফিসার্স ক্লাবের পাশের মিনিস্ট্রি অ্যাপার্টমেন্টের চার তলায় এয়ার কন্ডিশনার লাগানোর কাজ করছিল। সালাম ভবনের পাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।