Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রাবাসে সিট নিয়ে বিশৃঙ্খলা, চবি শিক্ষার্থীদের বিক্ষোভ


২ অক্টোবর ২০১৯ ২৩:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ. এফ রহমান, আলাওল, সোহরাওয়ার্দী হলে বরাদ্দ হওয়া সিট নিয়ে বিশৃঙ্খলা নিরসন এবং বৈধ শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তিনটি হলে সিট বরাদ্দ পাওয়া ছাত্ররা এই বিক্ষোভে সামিল হন।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন তারা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন সারাবাংলাকে বলেন, মাসখানেক আগে সোহরাওয়ার্দী, আলাওল ও এফ রহমান হলে সন্ত্রাসীরা বৈধ শিক্ষার্থীদের রুম ভাঙচুর করে। কয়েকজন শিক্ষার্থীকে তারা বের করে দেয়। এই ব্যাপারে আমরা প্রসাশনের কাছে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তারা বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী বৈধভাবে সিট বরাদ্দ পেয়েছি। অথচ হলে গিয়ে দেখি একজনের সিটে অন্যজন থাকছে। বছর শেষে সিটের ফিস কিন্তু বরাদ্দ পাওয়া ছাত্রকে দিতে হচ্ছে। এসব বিশৃঙ্খলা নিরসন করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এই বিষয়ে জানতে চাইলে বিশ্বিবদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একটা তালিকা দিয়েছে। সেটা আমরা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর