Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে কঠোর হব’


৩ অক্টোবর ২০১৯ ১৬:০০

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। দুর্গাপূজার নিরাপত্তার প্রস্তুতি নিয়ে বুধবার (২ অক্টোবর) সারাবাংলার সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেছেন।

মাহাবুবর রহমান বলেছেন, দুর্গাপূজার নিরাপত্তার ক্ষেত্রে আমাদের বিবেচনায় সেরকম কোনো ঝুঁকি নেই। তবে কারও মনে যদি কোনো আশঙ্কা থাকে, সেটা আমরা দূর করার চেষ্টা করছি। শঙ্কামুক্ত পরিবেশে দুর্গোৎসব উদযাপনের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। কারও মনে যদি অন্য কিছু থেকে থাকে বা কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, আমরা সেটা হতে দেব না। আমরা কঠোরভাবে দমন করব, এটা আমাদের কমিটমেন্ট।’

বিজ্ঞাপন

নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, পূজার মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে, এই আশঙ্কা মাথায় রেখে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ নজরদারি থাকবে। গুজব কিংবা বিরূপ প্রচারণা দেখলে তথ্যপ্রযুক্তি আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া শুক্রবার (০৪ অক্টোবর) থেকে মঙ্গলবার পর্যন্ত পূজা চলাকালীন সময়ে চট্টগ্রাম নগরীতে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এসময়ের মধ্যে বৈধ দোকান ও বারেও মদ বিক্রি বন্ধ থাকবে।

‘পূজার মধ্যে আরতি হোক, আনন্দ করুক। কিন্তু মাদক সেবন করে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা বরদাশত করব না। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে সমন্বয় করে আমরা বৈধ বার ও মদের দোকানগুলোকে পাঁচদিন মদ বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। এরপরও কেউ লুকিয়ে অবৈধভাবে মদ বিক্রি করলে বা বহনের সময় পাওয়া গেলে আমাদের ক্ষমতা আমরা প্রয়োগ করব। আমরা চাই, সুন্দরভাবে সুশঙ্খল পরিবেশে যাতে সবাই মিলেমিশে পূজার আনন্দ করতে পারে।’ বলেন সিএমপি কমিশনার

বিজ্ঞাপন

নগর পুলিশের তথ্যমতে, চট্টগ্রাম নগরীতে এবার ২৫৭টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ পূজা হচ্ছে কোতোয়ালী থানা এলাকায়, ৮২টি। বাকলিয়া থানায় ছয়টি, চকবাজার থানায় ১০টি, সদরঘাট থানায় ১৫টি, চান্দগাঁও থানায় ১৭টি, পাঁচলাইশ থানায় ১০টি, খুলশী থানায় ৯টি, বায়েজিদ বোস্তামি থানায় সাতটি, ডবলমুরিং থানায় চারটি, হালিশহর থানায় আটটি, পাহাড়তলী থানায় ২১টি, আকবর শাহ থানায় ১৩টি, ইপিজেড থানায় ছয়টি, বন্দর থানায় ১৮টি, পতেঙ্গা থানায় ১০টি এবং কর্ণফুলী থানায় ২১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।

পূজামণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ- এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে। ২৫৭টি মণ্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১১৮টি, গুরুত্বপূর্ণ ১১১টি এবং সাধারণ মণ্ডপ ২৮টি।

অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে তিন জন পুলিশ সদস্যের সঙ্গে আট জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে দুই জন পুলিশ সদস্যের সঙ্গে চার জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

শুক্রবার থেকে পূজামণ্ডপগুলোতে পুলিশ দায়িত্ব পালন করবে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘মূলত প্রতিমা তৈরির সময় থেকেই আমরা নিরাপত্তা কার্যক্রম শুরু করেছি। যেসব স্থানে প্রতিমা তৈরি হয় সেখানে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা মনিটরিং করেছি। প্রতিমা তৈরি থেকে মণ্ডপে তোলা পর্যন্ত আমরা প্রথম স্তরে নিরাপত্তা দিয়েছি। এরপর শুক্রবার থেকে শুরু হচ্ছে আমাদের ফিক্সড প্রোগ্রাম। প্রতিটি মণ্ডপে আমরা একজন করে অফিসার দিচ্ছি। তিনি মণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে সঙ্গীয় ফোর্স নিয়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।’

‘এবার নিরাপত্তা কর্মসূচিতে নতুনত্ব হচ্ছে- আমরা প্রতি থানায় একজন করে সহকারী কমিশনারকে দায়িত্ব দিচ্ছি। আমাদের জোন হিসেবে দুই থানা মিলে একজন সহকারী কমিশনার দায়িত্ব পালন করেন। কিন্তু পূজা উপলক্ষে আমরা প্রতি জোনে একজন করে অতিরিক্ত সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা দিচ্ছি।’ বলেন সিএমপি কমিশনার

নগর পুলিশের দেওয়া তথ্যমতে, পূজার শেষদিনে চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগর মিলিয়ে নয়টি স্পটে প্রতিমা বির্সজন দেওয়া হয়। স্পটগুলো হচ্ছে- পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকী সমুদ্র সৈকত, বাকলিয়া জেলেপাড়া, ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট, আসকার দিঘী, এনায়েত বাজার রাণীর দিঘী, গোয়ালপাড়া কেদারনাথ তেওয়ারি পুকুর, পাথরঘাটা গঙ্গাবাড়ি এবং কালুরঘাট তারাচরণঘাট।

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘আমরা সবাইকে বলেছি, যাতে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়। আগের বছরও আমাদের একই নির্দেশনা ছিল। তবে কোনো কোনো স্পটে এত বেশি প্রতিমা নেওয়া হয়, অনেক সময় সন্ধ্যার মধ্যে কাজটা শেষ করা যায় না। তবে আমরা তাগাদা দিয়ে যাব। আর বির্সজনের সময় আমাদের তালিকাভুক্ত স্পটগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।’

কমিশনার দুর্গাপূজা সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর