Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনালাপ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চান রাবি উপ-উপাচার্য


৩ অক্টোবর ২০১৯ ২৩:০৫

রাজশাহী: চাকরি প্রত্যাশীর স্ত্রীর সঙ্গে কথপোকথনের ফোনালাপ ফাঁসসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিয়োগ বাণিজ্যের বিচার বিভাগীয় তদন্ত চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান উপ-উপাচার্য।

ফাঁস হওয়া ফোনালাপ বিষয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমে আমার ফোনালাপ বিষয়ে যেসব সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়েছে; তা একটি স্বার্থান্বেষী মহল আংশিকভাবে, খণ্ডিতভাবে, অসৎ উদ্দেশ্যে প্রকাশ করেছে। আমি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলাম অথচ কুচক্রিমহল দুর্ভাগ্যজনকভাবে আমার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

তিনি আরও বলেন, ‘কথিত নিয়োগ বাণিজ্যে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানিকর কোনো ঘটনা আমার মাধ্যমে সংঘটিত হয়নি।’

এ সময় তিনি সাংবাদিকদের কাছে প্রকৃত দোষী ব্যক্তিদের মুখোশ উন্মোচন ও সত্য প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লোকমুখে প্রচলিত সামগ্রিক নিয়োগ বাণিজ্যসহ আইন বিভাগের নিয়োগ নিয়েও আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’

এদিকে নিয়োগের অর্থ লেনদের বিষয়ে আইন বিভাগের সভাপতি আব্দুল হান্নান ও নুরুল হুদার একটি কথপোকথনের রেকর্ড ও ডিসেন্ট ট্রেডার্স নামের ব্যাংক অ্যাকাউন্ট এর বিস্তারিত লেনদেনের তথ্য সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে সাংবাদিকদের অনুসন্ধানের অনুরোধ করেন তিনি।

ফোনালাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর