এসেছে ১৫০০ মেট্রিক টন পেঁয়াজ, ছুটির দিনেও খোলা হিলি বন্দর
৪ অক্টোবর ২০১৯ ১২:২৪
হিলি: ভারতের অভ্যন্তরে আটকে থাকা ৬৫টি পেয়াঁজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে এসেছে। এসব ট্রাকে ১ হাজার ৫০০ মেট্রিক টন পেয়াঁজ রয়েছে। আমদানি করা পেঁয়াজের কারণে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে হিলি বন্দরের সব কার্যক্রম।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই পেয়াঁজগুলো বন্দরে প্রবেশ করে। গতকাল রাতে এই সংক্রান্ত একটি চিঠি পাঠায় ভারতের ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতেই শুক্রবারেও হিলি স্থলবন্দর খোলা রাখা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেয়াঁজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ পেঁয়াজের এলসি করেছিলো বন্দরের ব্যবসায়ীরা। হঠাৎ করে গত রোববার ভারত সরকার পেয়াঁজ রফতানি বন্ধ ঘোষণা করায় ভারতের অভ্যন্তরে আটকে যায় পুরনো এলসি করা ৬৫টি পেয়াঁজ বোঝাই ট্রাক। শুক্রবার সকাল থেকে সেই পেয়াঁজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।