Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ লাখ টন লবণ আমদানির অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৬:২৮

ঢাকা: ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক লবন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, কক্সবাজারে ঝড়ে জমির ক্ষতি হওয়ায় এবার লবণ আমদানি করতে হচ্ছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব এ তথ্য জানান। তিনি বলেন, ‘দেশে লবনের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। এবার ঝড়ে কক্সবাজারের জমির বেশ ক্ষতি হয়েছে। যে কারণে এ উদ্যোগ নিতে হয়েছে।’

বিজ্ঞাপন

সচিব জানান, এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। এর পরিমাণ সাড়ে ২২ লাখ মেট্রিক টন।

সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘এবার বাজারে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে। বার্ড ফ্লু পরীক্ষার কারণে আমদানি একটু দেরি হয়েছে। তবে সেই সমস্যা এখন মিটে গেছে। এখন থেকে ডিম আসতে থাকবে। সব মিলিয়ে ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো ধীরে ধীরে আসতে থাকবে।’

বাণিজ্য সচিব বলেন, ‘লবণ, ডিম, আলুর মতো পণ্যগুলো আমাদের আমদানি হয় না। এবার সংকটের কারণে আমদানি করতে হচ্ছে। একদিকে বছরের শেষ, নতুন পণ্য ওঠার অপেক্ষায়। সব মিলিয়ে একটি সংকট তৈরি হয়েছে। এরইমধ্যে ৩ হাজার ৩১২ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরইমধ্যে ৩১২ মেট্রিক টনের বেশি আমদানি করা আলু বাজারে ঢুকেছে। ডিম ঢুকেছে ৬১ হাজার ৯৫০ পিস। মোট ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়োছো।’

তিনি বলেন, ‘কিছুদিন পরেই নতুন আলু, পেঁয়াজ আসবে। ডিসেম্বরে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। আমদানিগুলো আসতে শুরু করলেই বাজারেও দাম কমতে শুরু করবে। আমরা আমদানির বড় অংশ ভারত থেকে আসত। কিন্তু এবার ভারত বন্ধ করে দেওয়ায় আমাদের সমস্যা হয়েছে। এখন দ্রুত সময়ে মিয়ানমারই ভরসা। কিন্তু মিয়ানমার বলছে এবার তাদের পেঁয়াজ কম। সেজন্য চেষ্টা করছি তুরস্ক ও পাকিস্তান থেকে আনার। তাতে একমাস মতো সময় লাগতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

আলু টপ নিউজ ডিম পেঁয়াজ আমদানি বাণিজ্য মন্ত্রণালয় লবণ আমদানি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর