দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের প্রতি জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা
৬ অক্টোবর ২০১৯ ১৬:২৪
ঢাকা: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
রোবাবর (৬ অক্টোবর) এক বার্তায় তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও অটুট হবে দুর্গাপূজার আনন্দ আয়োজনে।’
জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজন দুর্গাপূজা অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনে অনুষ্ঠিত হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় মহোৎসব শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর ঐক্যের প্রতীক হয়ে থাকবে।’
জিএম কাদের বলেন, ‘প্রতিটি ধর্মই অহিংস ও শান্তিময় সমাজ গঠনের বার্তা দিয়েছে। শারদীয় দুর্গা উৎসবের এই মহাআনন্দ প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।’
শুভেচ্ছা বার্তায় জাপা চেয়ারম্যান দেশের শান্তি ও সম্প্রীতি কামনা করেন।