Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের জন্মদিনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের শুভেচ্ছা


৬ অক্টোবর ২০১৯ ১৭:০২

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির ৫৩তম জন্মদিন আজ (৬ অক্টোবর)। এ উপলক্ষে তাঁর বাসভবনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নেতৃত্বে ক্লাবের সদস্যরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সর্বস্তরের কর্মচারীরা কেক কেটে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা এবং সংসদ আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের নেতারাও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরীকে।

জন্মদিন ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর