মানিকগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
৬ অক্টোবর ২০১৯ ২০:৩২
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ফারজানা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল— কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।
রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের হালুটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফারজানা হালুটপাড়া এলাকার সায়েদুল ইসলামের মেয়ে। সে মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। তার চাচাতো ভাই আব্দুল্লাহ হোসেন জানান, পল্লী বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে ছিল। সকালে বাড়ি থেকে মক্তবে যাওয়ার পথে ফারজানা বিদ্যুতায়িত হয়।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) শাহ আলম বলেন, এই ঘটনায় সদর দফতর থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এ রকম কোনো অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পাওয়া যায়নি। কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।