Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


৭ অক্টোবর ২০১৯ ১৩:৩০ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীকে আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায়  বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

সোমবার (০৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বুয়েট অভিমুখে মিছিলটি যাত্রা করে। বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ছাত্রলীগ নেতার রুমে জেরা, সিঁড়িতে লাশ

সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন এ বিষয়ে বলেন, আমি আবরারের ফেইসবুক পোস্টটি দেখেছি। বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষার্থী দেশের স্বার্থ নিয়ে পোস্ট করায় ছাত্রলীগের সন্ত্রাসী পিটিয়ে তাকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যা, ২ ছাত্রলীগ নেতা আটক

এর আগে, গতকাল রোববার দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

হল সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত মধ্যকার হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গতকাল রাতে ‘শিবির’ আখ্যা দিয়ে মারধর করে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আবরার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর