Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনিক ভবনের তালা খুলে দিল শিক্ষার্থীরা, বুধবার ফের জমায়েত


৮ অক্টোবর ২০১৯ ২২:২১

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে। তবে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত নয়টার দিকে আন্দোলতরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেয়।

তবে তারা বলেছে, ভিসি স্যার আমাদের সামনে আসলেও কোনো কথার উত্তর দেয়নি। আজ তালা খুলে দিয়েছি। আগামীকাল (বুধবার) সকাল দশটায় আবার আমরা জমায়েত হব। ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: স্পষ্ট জবাব না দিয়ে ফের কার্যালয়ে ঢুকলেন বুয়েট ভিসি

এর আগে আবরার হত্যার প্রায় ২৬ ঘণ্টা পর মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসে আসেন বুয়েট উপাচার্য। ক্যাম্পাসে এসেই তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন ও কয়েকজন বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রশাসনিক ভবনে ভেতর থেকে তালা দেওয়া হয়।

পরে শিক্ষার্থীরাও প্রশাসনিক ভবনের বাইরে থেকে তালা দিয়ে দেন। এক পর্যায়ে বৈঠক শেষ করে ভিসি সাইফুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তাকে দাবির বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি ‌‌নীতিগতভাবে সব দাবির সঙ্গে একমত বলে জানান। কিন্তু শিক্ষার্থীরা তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি। এ সময় তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধের আড়াই ঘণ্টা পর তালা খুলে দেয় তারা।

আরও পড়ুন: দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন, বুয়েট ভিসি অবরুদ্ধ

এদিকে বুয়েট শিক্ষার্থীরা সকাল থেকেই আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছিল। এক পর্যায়ে তারা আট দফা দাবি জানায়। পাশাপাশি দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

চিরনিদ্রায় শায়িত আবরার, জানাজায় হাজার মানুষের ঢল

আববার হত্যা মামলায় গ্রেফতার ১০ আসামি পাঁচ দিনের রিমান্ডে

‘বুয়েটে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজন নেই’

‘ছেলেকে তো ফিরে পাব না, হত্যার বিচার যেন পাই’

বুয়েট ছাত্র আবরার হত্যায় ছাত্রলীগের ৯ নেতা আটক

শরীরে বাঁশ-স্টাম্পের আঘাত, অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু

আবরার হত্যা: বুয়েট ছাত্রলীগের ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার

বুয়েটের আবাসিক হলে শিক্ষার্থীর মৃতদেহ, শরীরে আঘাতের চিহ্ন

হত্যার ফুটেজ চান শিক্ষার্থীরা, বুয়েটে  ২ পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ

আবরার হত্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত, স্বীকার বুয়েট সভাপতির

আবরারের জন্য সহপাঠীদের কান্না, দুপুর অবদি বুয়েটে আসেননি উপাচার্য

জমায়েত তালা প্রশাসনিক ভবন বুধবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর